ক্ষতিপূরণ মামলায় হেরে বিপাকে পিসিবি

30

চুক্তি অনুযায়ী নির্ধারিত সংখ্যক দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত। ফলে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে পাকিস্তানের। এই কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছে ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই মামলাতেই এবার উল্টো বিপাকে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। মামলায় ইতিমধ্যে হেরে গেছে পাকিস্তান বোর্ড। এবার মামলা লড়ার জন্য বিসিসিআইয়ের যত অর্থ খরচ হয়েছে, তার ৬০ শতাংশ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে দেবে পিসিবি। বুধবার এমনটাই জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিরোধ নিষ্পত্তি কমিটি। ফলে বিসিসিআইকে বিপাকে ফেলতে গিয়ে পিসিবি এবার নিজেরাই বিপদে। এর আগে ২০১৪ সালে দুই দেশের বোর্ড কর্তাদের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়। যাতে উল্লেখ ছিল, ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত মোট ছ’টি দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্ব›দ্বী। কিন্তু দুই দেশের মধ্যে তিক্ত সম্পর্ক এবং সীমান্তে অশান্তির কারণে সেই সিরিজ বাস্তবায়িত হয়নি।
পিসিবির সাবেক চেয়ারম্যান শাহরিয়ান খান ভারতে এসে এ নিয়ে একাধিকবার আলোচনাও করেছেন। কিন্তু নিট ফল সেই শূন্য। এমনকী বলা হয়েছিল, পাকিস্তানে সিরিজ আয়োজন না করে নিরপেক্ষ কোনো ভেন্যুতে খেলতেও রাজি তারা। তবে কেন্দ্রের সম্মতি না মেলায় কোনো উদ্যোগ নিতে পারেনি বিসিসিআই। এর ফলে ভারতীয় বোর্ডের কাছে ক্ষতিপূরণ দাবি করেছিল পিসিবি। কিন্তু আইসিসিতে সেই মামলা টেকেনি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা খারিজ করে দেয় পিসিবির সেই দাবি।