‘ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোই রোটারির মূল কাজ’

12

রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের ক্লাব অ্যাসেম্বলী ২০ জুন সন্ধ্যায় চট্টগ্রাম রোটারি সেন্টারে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি রোটারিয়ান মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও সঞ্চালনায় অতিথি বক্তা ছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ট্রেইনার পিপি রোটারিয়ান প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস। রোটারিতে সম্পৃক্ত হওয়া, বিশ্বে সংঘটিত নানা ঐতিহাসিক ঘটনার দৃষ্টান্ত তুলে ধরে রোটারিয়ান ইউনুস বলেন, রোটারি হল জ্ঞানের খনি। সৌজন্য, ভব্যতা, রীতিনীতি অনুশীলন করা ও নেতৃত্ব তৈরির প্লাটফর্ম। রোটারির দলিলগুলো জীবন আর কাজের জন্য দারুণ সব গাইডলাইন। শুধু মিটিং-ইটিং নয়, সীতাকুÐে সংঘটিত অগ্নিকাÐে ক্ষতিগ্রস্ত মানুষ ও সিলেট অঞ্চলের বন্যাদুর্গত লোকজনের পাশে থাকা সহ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো হচ্ছে রোটারির মূল কাজ। শুরুতে ক্লাবের নতুন সদস্য এডভোকেট মোহাম্মদ মিজানকে রোটারি পিন পরিয়ে দেন পিপি রোটারিয়ান প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস।
নিয়মিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ক্লাবের অ্যাসিসটেন্ট গভর্নর (২০২১-২২) পিপি রোটারিয়ান জামাল উদ্দিন আহমেদ, অ্যাসিসটেন্ট গভর্নর (২০২২-২৩) পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার আবদুর রশিদ, পিপি রোটারিয়ান আমজাদ হোসেন, পিপি রোটারিয়ান প্রণব কুমার দেব, পিপি রোটারিয়ান শরাফত উল আলম চৌধুরী (সুমিন), পিপি রোটারিয়ান সাংবাদিক দেবদুলাল ভৌমিক, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান অধ্যাপক প্রদীপ কুমার দাশ, সেক্রেটারি রোটারিয়ান সাংবাদিক আলীউর রহমান রুশাই, বুলেটিন এডিটর রোটারিয়ান অধ্যাপক মনোজ কুমার দেব, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান অরুণ কুমার মল্লিক, রোটারিয়ান অ্যাডভোকেট মোহাম্মদ মিজান, রোটারেক্টর নাইমুল ইসলাম, রোটারেক্ট হেফাজ উদ্দিন ও রোটারেক্ট তাহসিন। নির্বাচিত সভাপতি রোটারিয়ান অধ্যাপক প্রদীপ কুমার দাশ বর্ষ পরিকল্পনা, বাজেট, পরিষদের দায়িত্ব ও কর্মপরিধি ক্লাব সদস্যদের অবহিত করেন। দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অ্যাসিটেন্ট গভর্নর রোটারিয়ান ইঞ্জিনিয়ার আবদুর রশিদ। বিজ্ঞপ্তি