ক্লাবগুলোকে লা লিগার অদ্ভুত নির্দেশনা

11

করোনাভাইরাসের প্রভাবে বন্ধ হয়ে যাওয়া লা লিগা কবে শুরু হবে, এর কোনো নিশ্চয়তা নেই। তবে লিগ কর্তৃপক্ষ ক্লাবগুলোকে অনুশীলনে ফেরানোর উদ্যোগ নিয়েছে। এর জন্য দেওয়া হয়েছে কিছু নির্দেশনা।
লা লিগার নির্দেশনা অনুযায়ী তিন ধাপে শুরু হবে অনুশীলন। প্রথম ধাপে অনুশীলন হবে একা।
দ্বিতীয় ধাপে আট খেলোয়াড় অনুশীলন করবে তিন গ্রুপে ভাগ হয়ে। আর শেষে পুরো দলের অনুশীলন। এই সময়ে অনুশীলন মাঠ, জিম, চিকিৎসা কক্ষ, কিচেন কীভাবে ব্যবহার করা যাবে, সে দিক নির্দেশনাও দেওয়া হয়েছে।