ক্লান্ত পথিক

55

চলেছি পথ ক্লান্ত পথিক
ঘুরে ফিরে মায়ার টানে মৈনাক পর্বতের পাদদেশে আসি
পর্যটক দেখি শত শত আসে যায় নদী-সাগরের জল দেখি
বাতাসের নৃত্য গীত দেখি

দেখি একজন পাহারাদার- রাম হরি দাশ
কখনো শশ্মান, কখনো বধ্যভ‚মি, কখনো
আদিনাথের দরজায় নির্ঘুম
কখনো বৃক্ষ রোপন কাদাজলে, সবুজ অরণ্য খুঁজে

চলছি পথ ক্লান্ত পথিক
ঘুরে ফিরে কেনো যে একই পথে হাঁটি কিচ্ছু বুঝি না
তবুও বিরতিহীন যাত্রা …