ক্রীড়া ব্যক্তিত্ব শাহেদ আজগর চৌধুরীর ইন্তেকাল

4

জাতীয় পুরস্কারপ্রাপ্ত বরেণ্য ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)’র তিন মেয়াদের সাধারণ সম্পাদক শাহেদ আজগর চৌধুরী আর নেই। গতকাল শুক্রবার সকালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন, তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগের দিন অসুস্থবোধ করায় নগরীর এক হাসপাতালে ভর্তি করানোর পর গতকাল সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গতকাল বিকাল সাড়ে ৩টায় তাঁর প্রথম নামাজে জানাজা এমএ আজিজ স্টেডিয়ামে এবং বাদ আছর জমিয়তুল ফালাহ মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে নগরীর চৈতন্যগলিস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তার মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সভাপতি, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশন, আবাহনী, মোহামেডান, ব্রাদার্সসহ বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।