ক্রীড়াঙ্গনের বাজেটে বরাদ্দ কমেছে

6

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করেন ক্রীড়াবিদরা। তাদের দেখভাল করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অন্য অনেক মন্ত্রণালয়ে বাজেট বাড়লেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট এবার কিছুটা কমেছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বমোট ১১২১ কোটি ৬০ লাখ টাকার বাজেট প্রস্তাব করেছেন। এর মধ্যে উন্নয়ন খাতে ২৭৯ কোটি ৮৯ লাখ টাকা এবং পরিচালন খাতে ৮৪১ কোটি ৭১ লাখ টাকা ধরা হয়েছে।
২০২০-২১ অর্থবছরে সংশোধিত বাজেটে উন্নয়ন খাতের পরিমাণ ছিল ২২৯ কোটি ৭৯ লাখ টাকা এবং পরিচালন খাতের পরিমাণ ছিল ৮৯৭ কোটি ৫০ লাখ ৩৩ হাজার টাকা। সব মিলিয়ে গত অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশোধিত বাজেট এর পরিমান ছিল ১১২৭ কোটি ২৯ লাখ ৩৩ হাজার টাকা। এবারের প্রস্তাবিত বাজেট গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় ৫ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার টাকা কম।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় যুব কার্যক্রমের জন্য গত বছর বাজেট একটু বেশি ছিল। সেই কার্যক্রম এবার নেই, তাই বাজেটে গতবারের চেয়ে বরাদ্দ কম। তবে অঙ্কে কম হলেও এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনেক খাতে বাজেট বেড়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।