ক্রিস গেইল যখন বরিশালের বোঝা

6

 

সিলেটে আসার পর ফরচুন বরিশালের প্রথম অনুশীলন সেশন হলো রোববার সকালে। সেখানে দেখা গেল না ক্রিস গেইলকে। অনুশীলনে তাকে ঢাকা-চট্টগ্রামেও খুব একটা দেখা যায়নি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাদের মতো তারকাদের অনুশীলনে খুব একটা আগ্রহ অনেক সময়ই থাকে না। তাতে প্রশ্নও খুব একটা ওঠে না। তবে এবার প্রশ্নটা উঠল। ব্যাটে যখন রান নেই, পারিপার্শ্বিক অনেক কিছুই যে তখন চোখে লাগে আরও বেশি! শুধু অনুশীলনই নয়, একাদশে জায়গা প্রাপ্য কিনা গেইলের, দলের বোঝা হয়ে উঠছেন কিনা, এই প্রশ্নও উঠছে। বরিশালের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম এসব প্রসঙ্গে একমতও হচ্ছেন। অথচ একসময় এসব ছিল কল্পনার সীমারও বাইরে। টি-টোয়েন্টি ক্রিকেটের ‘ব্র্যাডম্যান’ বলা যায় গেইলকে। অবিশ্বাস্য সব সংখ্যা, রেকর্ড, পরিসংখ্যানের জন্ম তার ব্যাটে। বিপিএলেও তার রেকর্ড চোখধাঁধানো। অথচ গত কয়েক বছর ধরেই তার ব্যাটে ভাটার টান। এখন সেই ‘নিজের দিনের’ জন্য অপেক্ষা করতে হয় দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ। ফরচুন বরিশালের অনুশীলন শেষে রোববার ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদীনের সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল, এই গেইল দলের বোঝা হয়ে উঠছেন কিনা। দেশের খ্যাতিমান এই কোচ অস্বীকার করলেন না ব্যাপারটি।