ক্রান্তিকালে প্রবাসীরা এগিয়ে এসে চাঙ্গা করেছে দেশের অর্থনীতির চাকা

24

 

চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কারণে দেশ সব সময় সংকটাপন্ন অবস্থা থেকে ফিরে এসেছে। যে কোন ক্রান্তিকালে প্রবাসীরা এগিয়ে এসে চাঙ্গা করেছেন দেশের অর্থনীতির চাকা। বর্তমান সরকারই সে সমস্ত যোদ্ধাদের যাথাযোগ্য সম্মান প্রদান করে উৎসাহিত করে যাচ্ছেন। যার দরুন বেড়েছে দেশে বৈধ পথে অর্থ প্রবেশের মাত্রা। সিআইপি জসিম উদ্দিন চৌধুরীর মত বৈধ চ্যানেলে যারা অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখতে সহায়তা করছেন তাদের সকলকে সম্মান জানানো আমাদের দায়িত্ব। তিনি ২৭ ডিসেম্বর নগরীর হালিশহরস্থ হল সেভেনে ওমানের সফল ব্যবসায়ী সৈয়্যদ জসিম উদ্দিন চৌধুরী সিআইপি নির্বাচিত হওয়ায় হালিশহর হাউজিং এস্টেট ফোরামের উদ্যোগে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ফোরামের আহবায়ক গোলাম ছামদানী জনির সভাপতিত্বে ও তানভির সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর আলহাজ অধ্যাপক ইসমাইল, কাউন্সিলর লায়ন মো.ইলিয়াস, সংরক্ষিত কাউন্সিলর হুরে আরা বিউটি, হালিশহর থানা আওয়ামী লীগের সহ সভাপতি ওয়াহিদুল আমিন, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, হালিশহর থানার ওসি জহির উদ্দিন, গরিবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের সভাপতি দিলদার খান দিলু, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া, আবুল বশর, মো. হোসেন। অনুষ্ঠানে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।