ক্যাশ এর বিজ্ঞান সম্মেলন সম্পন্ন

67

গত ২২ ও ২৩শে ফেব্রুয়ারি সেন্টার ফর এডভ্যান্সড্ স্টাডিজ ইন হোমিওপ্যাথি এর উদ্যোগে ৬ষ্ঠ আন্তর্জাতিক হোমিওপ্যাথিক বিজ্ঞান সম্মেলন কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়। বিশেষ অতিথি ছিলেন ডা. জাহাঙ্গীর আলম, ডা. ফজলুল হক সিদ্দিকী। বিজ্ঞান সেমিনারে কনভেনার ছিলেন ডক্টর মো. জাহাঙ্গীর পি.এইচ.ডি.। বিভিন্ন পর্বে স্পীকার ছিলেন ভারত থেকে আগত ডক্টর অনির্বান শুকুল পিএইচডি, ডা. অভিজিৎ চ্যাটার্জী, ডা. সুরাইয়া পারভিন, ডা. পার্থ প্রথিম পাল, ডা. এস.হোসাইন, ডা. আশীষ কুমার বসু, ডা. পার্থ সরকার, ফিলিপাইন থেকে আগত ডা. সাজি ভারগিজ কুদিয়াৎ এবং বাংলাদেশের পক্ষে বিভিন্ন পর্বে স্পীকার ছিলেন অধ্যক্ষ ডা. কামরুজ্জামান, ডা. লুৎফুর রহমান, ডা. মো. নজীর হোসাইন, অধ্যক্ষ ডা. আ.ন.ম. বদরুদ্দিন, অধ্যক্ষ ডা. রতন কুমার নাথ প্রমুখ। সম্মেলনে ডেলিগেট ছিলেন অধ্যক্ষ ডা. ম.নুরুল আমিন, প্রভাষক ডা. রূপম রুদ্র, ডা. আব্দুল জলিল, ডা. গোপাল ভট্টাচার্য, ডা. গোলাম হোসেন, ডা. নীহার রঞ্জন শর্মা, উপাধাক্ষ ডা. চন্দন দত্ত সহ বিভিন্ন জেলা থেকে মোট তিনশ ডেলিগেট যোগদান করেন। সেমিনারে প্রধান মডারেটর ছিলেন সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডা. এম.এ. মজিদ। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডা. এম. এ. কাদের। মূল ব্যবস্থাপনায় ছিলেন কক্সবাজার হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আ ন ম বদরুদ্দিন ও কক্সবাজারের প্রসিদ্ধ ডা. মো. নাসির উদ্দিন চৌধুরী। সেমিনারের দৃষ্টিনন্দন সোভিনিয়ার উপহার দেন উপাধ্যক্ষ ও সম্মানিত বোর্ড সদস্য ডা. মো. আতাহার আলী । খবর বিজ্ঞপ্তির