ক্যাশের বিজ্ঞান সেমিনার উপলক্ষে প্রস্তুতিসভা

31

সেন্টার ফর এডভান্স স্টাডি ইন হোমিওপ্যাথি (ক্যাশ) বাংলাদেশ এর আন্তর্জাতিক বিজ্ঞান সেমিনার উপলক্ষে প্রস্তুতি সভা গত ১১ ফেব্রæয়ারি রাত ৯টায় লালদিঘি পাড়স্থ একটি হোটেলে হোমিওপ্যাথি বোর্ড চট্টগ্রাম বিভাগীয় মেম্বার ডা. একেএম ফজলুল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সেমিনার বাস্তবায়ন কমিটির জয়েন্ট কনভেনার ডা. আ ন ম বদরুদ্দিন। উপস্থিত ছিলেন প্রিন্সিপ্যাল ডা. নুুরুল আমিন, সহকারী অধ্যাপক ডা. গিয়াস উদ্দিন আহমেদ, শিক্ষক প্রতিনিধি প্রভাষক ডা. গোলাম হোসেন, উপাধ্যক্ষ ডা. চন্দন দত্ত, চট্টগ্রাম হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. রতন চক্রবর্তী, বিএইচএমএ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. গোপাল ভট্টাচার্য, সাবেক ছাত্রনেতা ডা. শওকত ইমরান, সহকারী অধ্যাপক ডা. মো. ওমর ফারুক, প্রভাষক ডা. মো. আব্দুল জলিল।
আগামী ২২ ফেব্রুয়ারি কক্সবাজারে আন্তর্জাতিক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হবে এবং শেষ হবে ২৩ ফেব্রæয়ারি। সভায় সেমিনার সফল করার জন্য বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা ও পরামর্শ করা হয়। বিজ্ঞপ্তি