ক্যারিয়ার গঠনে প্রফেশনাল ডিগ্রির গুরুত্ব অপরিহার্য

12

 

চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল, আইসিএমএবির উদ্যোগে সরকারি কমার্স কলেজে ‘ব্যয় ও ব্যবস্থাপনা হিসাবায়ন : ব্যবসায় গ্রাজুয়েটদের জন্য একটি উন্নত পেশা’ শীর্ষক সেমিনার গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সিবিসি’র চেয়ারম্যান আসাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন। সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুশেন কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সরকারি কমার্স কলেজের সহকারী অধ্যক্ষ অধ্যাপক আলাউদ্দিন আল আজাদ এবং আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ আলম। এতে প্রধান অতিথির বক্তব্যে ড. সেলিম বলেন, বর্তমান প্রতিযোগিতাশীল বিশ্বে উন্নত ক্যারিয়ার গড়তে চাইলে একাডেমিক যোগ্যতার পাশাপাশি প্রফেশনাল ডিগ্রির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যারা উন্নত ক্যারিয়ার গড়তে মনোযোগী হয়েছে তারা চাকরির কিংবা লেখাপড়া অবস্থায় প্রফেশনাল ডিগ্রি অর্জনে নিজেদের মেধা ও অধ্যবসায়কে কাজে লাগিয়েছেন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন নাজমুল ইসলাম এবং অতিথি হিসেব উপস্থিত ছিলেন চুয়েটের অধ্যাপক ড. মো. মোস্তাফা কামাল। সেমিনারে আইসিএমএবি, চট্টগ্রাম ব্রাঞ্চের মেম্বারগণ এবং সরকারি কমার্স কলেজের শিক্ষক ও ৩০০ শতাধিক বিবিএ ও এমবিএর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত অতিথিগণ ১০ জন শিক্ষার্থীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।