ক্যারিয়ারের ইতি টানছেন কার্লি লয়েড

15

 

বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবনের ইতি টানার ঘোষণা দিলেন নারী ফুটবলের মহাতারকা যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে শেষবারের মত যুক্তরাষ্ট্রের জার্সিতে মাঠে নামবেন তিনি। টুইটারে সোমবার দুইবারের বিশ্বকাপজয়ী গ্রেট লয়েডের ফুটবল ছাড়ার বিষয়টি নিশ্চিত করে ইউএস সকার। দেশের ফুটবলকে আজকের অবস্থানে তুলে আনতে অসামান্য অবদান ৩৯ বছর বয়সী লয়েডের। দুইবার ফিফা বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জয়ী এই তারকা দুটি সোনাসহ জিতেছেন তিনটি অলিম্পিক পদক; ২০০৮ ও ২০১২ অলিম্পিকে নারী ফুটবলের সেরা যুক্তরাষ্ট্র আর স¤প্রতি শেষ হওয়া টোকিও আসরে তৃতীয় হয় তারা। নারী ফুটবলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডও তার দখলে। আগামী সেপ্টেম্বরে দুটি ও অক্টোবরে দুটি, মোট চারটি প্রীতি ম্যাচের সূচি শীঘ্রই ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। এই ম্যাচগুলোই হবে লয়েডের জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ। আর ক্লাব ফুটবলে জাতীয় নারী ফুটবল লিগ ২০২১ এ মৌসুমের বাকি ম্যাচগুলো খেলবেন এই মিডফিল্ডার।