ক্যারিবীয় পেস কাঁপিয়ে দিলো ভারতকে

21

বিশ্বকাপের পর প্রথমবার আইসিসির ‘ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ’ এর অংশ হিসেবে টেস্ট খেলতে নেমেছে ভারত- ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শুরুটা কোনো দিক থেকেই ভালো হয়নি ভারতের জন্য। একদিকে ছিলো বৃষ্টি বাধা আর অপরদিকে ক্যারিবীয় পেসারদের আগুণে বোলিং।
টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের সামনে অসহায় হয়ে পরে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ।
অ্যান্টিগোয়া টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত প্রথম থেকেই ক্যারিবীয় পেসের সামনে অস্বস্তিতে পড়ে। প্রথম চার ওভার কোনোমতে পার করে দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল তোলেন মাত্র ৫ রান।
পঞ্চম ওভারে আসে কেমার রোচের জোড়া আঘাত। ফেরান মায়াঙ্ক আগারওয়েল (৫) আর চেতেশ্বর পূজারাকে (২)। ৭ রানেই ২ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। ৯ রান করা করা ভারতীয় অধিনায়ক বিরাট কোহোলিকে ফেরান শেনন গ্যাব্রিয়েল। কাট করতে গিয়ে ব্রুকসের হাতে ধরা পড়েন কোহলি।
একে একে রোস্টন চেজের বলে কে এল রাহুল (৪৪), রোচের বলে হানুমা বিহারি (৩২) ও শ্যানন গ্যাব্রিয়ালের বলে অজিঙ্কা রাহানে (৮১) ফিরে যান।
প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে ভারত।