ক্যান্সার প্রতিরোধের সচেতনতায় নগরে দৌড় প্রতিযোগিতা

45

ক্যান্সার সচেতনতায় নগরে দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে হিমু পরিবহন নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার সকাল ১০টায় সিআরবি শিরীষতলা থেকে দৌড় শুরু হয়। এ আয়োজনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু হাসান সিদ্দিক। পরে প্রতিযোগীরা সাত রাস্তার মোড় হয়ে রেডিসন ব্লু, ওয়াসার মোড় হয়ে কাজীর দেউড়ি থেকে পুরাতন বিমান অফিসের পাশ দিয়ে আবার শিরীষতলায় জড়ো হন। হিমু পরিবহন চট্টগ্রামের সমন্বয়ক শাহরিয়ার সানি বলেন, ক্যান্সার সম্পর্কে সচেতনতার জন্য এ দৌড়ের আয়োজন করা হয়েছে। ‘নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের স্বপ্ন ছিলো ক্যান্সার রোগীদের নিয়ে কাজ করা। সেই স্বপ্ন বাস্তবায়নে তার ভক্তদের সংগঠন ‘হিমু পরিবহন’ ৬ বছর ধরে ক্যান্সার সচেতনতায় কাজ করছে। এর অংশ হিসেবে দৌড় প্রতিযোগিতার আয়োজন।’ বলেন শাহরিয়ার সানি। ক্যান্সার সচেতনতায় ‘দৌড় প্রতিযোগিতা’। চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় তিন শতাধিক বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পাশাপাশি তিনজন ক্যান্সার আক্রান্ত রোগীও অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন হিমু পরিবহন ঢাকা, নরসিংদী, ফেনী ও ল²ীপুর দলের সদস্যরা। দৌড় প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। খবর বিজ্ঞপ্তির