ক্যান্সার অজেয় নয় : সাকিব

29

ক্যান্সার একটি মারাত্মক ও ভীতিকর রোগ। মানব দেহের যে কোনো অঙ্গেই এ রোগ হতে পারে। সারা বিশ্বে প্রতি বছর হাজারও মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তবে যত কঠিন রোগই হোক না কেন, ক্যান্সারও ‘অজেয়’ নয়। প্রচন্ড মানসিক শক্তি আর যথাযথ চিকিৎসাসেবা গ্রহণের মাধ্যমে বহু মানুষ এই কঠিন রোগের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। ‘আই এম অ্যান্ড আই উইল’ অর্থাৎ ‘আমি আছি, আমি থাকব- ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে’ এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের ন্যায় মঙ্গলবার বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। দিবসটি উপলক্ষে নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে এক পোস্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।