কৌতিনহো এখন বায়ার্নের

24

নেইমারকে পিএসজি থেকে কিনতে অর্থের সঙ্গে কৌতিনহোকে দেয়ার প্যাকেজ ছিল বার্সেলোনার। নেইমার বিষয়ে অগ্রগতি নেই, তবে আরেক ব্রাজিলিয়ানের একটা গতি করল কাতালান ক্লাবটি। এক বছরের জন্য ধারে কৌতিনহোকে বায়ার্নে দিয়েছে বার্সা। সোমবার যার অফিসিয়াল ঘোষণা এসেছে। ২০১৯-২০ মৌসুমের জন্য কৌতিনহো এখন পাকাপাকিভাবে বায়ার্নের। জার্মান বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখের সঙ্গে মিডফিল্ডার ফিলিপে কৌতিনহোকে নিয়ে ৮.৫ মিলিয়ন ইউরোতে ঐক্যমত্যে পৌঁছেছে বার্সা। কাতালানদের এই অর্থ দেয়ার পাশাপাশি ব্রাজিলিয়ান তারকার বেতন-ভাতাও বহন করবে জার্মান চ্যাম্পিয়নরা। আপাতত এক বছরের লোনে রফা হলেও ব্রাজিল তারকাকে চাইলে মৌসুম শেষে কিনতেও পারবে বায়ার্ন। তবে সেটা করতে ১২০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে তাদের।
২০১৮ সালের শুরুতে পাঁচ বছর কাটানো লিভারপুল থেকে ১৩০.৫ মিলিয়ন ইউরোতে কৌতিনহোকে কিনেছিল বার্সেলোনা। তখন উড়ন্ত ফর্ম ব্রাজিল তারকার। তবে ন্যু ক্যাম্পে যোগ দিয়ে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। বার্সার জার্সিতে ৭৬ ম্যাচে ২১ গোল ও ১১ অ্যাসিস্ট সঙ্গী হচ্ছে ২৭ বছর বয়সীর বিদায়বেলায়। সঙ্গে দুটি লা লিগা ও একটি কোপা ডেল রে শিরোপা। এরই মধ্যে মেডিকেল টেস্টের জন্য বায়ার্ন মিউনিখে পা রেখেছেন এই ব্রাজিল তারকা। তাকে স্বাগত জানাতে সেখানে হাজির হয়েছিলেন ক্লাব সমর্থক, কুতিনহোর ভক্তরা।