কো. ফাইনালে চিটাগাং ক্রিকেট একাডেমী

40

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে দামপাড়া পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ এ গতকালের ১ম খেলায় এস. এস. ক্রিকেট একাডেমী কে ৮ উইকেটে হারিয়ে চিটাগাং ক্রিকেট একাডেমী জয় লাভ করে গ্রূপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়াটার ফাইনালে উন্নিত হয়েছে। ম্যাচে টচে জিতে চিটাগাং ক্রিকেট একাডেমী আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে প্রতিপক্ষকে মাত্র ৬৫ রানে বুক্ড করে দেয়। সর্ব্বোচ্চ রান করেন আরাফাত পাশা ২৪, ইফতেখার আলম ২৪, রায়হান উদ্দিন ৯, মোঃ ইয়াছিন করেন ৮ এবং সিসিএ’র পক্ষে সর্ব্বোচ্চ ৪ উইকেট শিকার করেন মোঃ শাকিব, ২ উইকেট নেন সাদমান। জবাবে ব্যাট করতে নেমে সিসিএ ১২.৫ ওভার ২ উইকেটে ৮৮ রান সংগ্রহ করে।
এতে সর্ব্বোচ্চ রান করেন হুজায়ফা আবরার সাহাল অপরাজিত ৪৩, মোঃ শাওন ৩২, আমিত বড়–য়া ৫, আউসাফ হোসাইন অপরাজিত ৩ রান। সিসিএ ২ উইকেট শিকার করেন ইমতিয়াজ ইমন। দিনের ২য় খেলায় পোর্ট সিটি ক্রিকেট একাডেমী কে ২২ রানে পরাজিত করে জয় লাভ করেন জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমী। ম্যাচে টচে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমী, সংগ্রহ করেন ১৪৭ রান। সর্ব্বোচ্চ রান করেন মাহাদী ৫৫, আব্দুল্লাহ আবিদ করেন ২১, মমতাজুল হুদা ১৯, তানভির হোসাইন ১০ রান। ইমরান হোসাইন সর্ব্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। জবাবে পোর্ট সিটি ক্রিকেট একাডেমী নির্ধারিত ২০ ওভার ৭ উইকেটে ৮৫ রান সংগ্রহ করে। এতে সর্ব্বোচ্চ রান করেন শহীদুল ইসলাম ৩৫, মিজানুর রহমান ১৫, মোঃ নাজিম ৭, আব্দুল লতিফ ৭, অন্যান্যরা করেন ২১ রান। সর্ব্বোচ্চ আবিদুল্লাহ আবিদ ৩ উইকেট এবং মীর জাবেদ শিকার করেন ২ উইকেট করেও বিদায় নিতে হয়।
আজকের খেলা : সকাল ৯টা- স্বাধীনতা ক্রিকেট একাডেমী বনাম শাহ গরীবুল্লাহ্ স্পোটিং ক্লাব। বিজ্ঞপ্তি