কোরআনেই নিহিত রয়েছে সাম্য ও শান্তির ফল্গুধারা

11

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় কো চেয়ারম্যান শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, ইসলামের সংবিধিবদ্ধ রীতিনীতি, বিধি-বিধান সম্বলিত ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআন হচ্ছে তাবৎ বিশ্ববাসীর জন্য পথ নির্দেশক। যেটির মর্মবাণীর নিরবচ্ছিন্ন প্রচারের মাধ্যমে মহানবী (দ:) তৎকালীন সবচেয়ে বর্বর আরব জনগোষ্ঠিকে পৃথিবীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠতম সুশীল জাতিতে পরিণত করেছিলেন। পবিত্র কোরআনের মধ্যেই নিহিত রয়েছে সাম্য ও শান্তির ফলগু ধারা। আর আল্লাহর মনোনীত দ্বীন আল ইসলাম একটি কালোত্তীর্ণ আদর্শ হিসেবে বিশ্ব অঙ্গনে অদ্যাবধি স্বমহিমায় দেদীপ্যমান। কোরআনের মর্মবাণীর মাহাত্ম্য-গুরুত্ব উপেক্ষিত হওয়ায় মুসলিম কমিউনিটিতে অনৈক্য-বিভক্তি ও বিভাজন বর্ধিঞ্চু বলে তিনি উল্লেখ করেন। সুন্নী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে গত ২৯ মার্চ বাদে তারাবিহ গোসাইলডাঙ্গা বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ২২ তম পবিত্র দরসুল কোরআন মাহফিলে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। সুন্নী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর সভাপতি লায়ন এস এম কুতুবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে দরস পেশ করেন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। প্রধান বক্তা হিসেবে দরস পেশ করেন আল্লামা সাইফুল আজম বাবর আল আজহারী। আলোচনা করেন মাওলানা জানে আলম নেজামী, মাওলানা তাওহিদ রিয়াদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ মুহাম্মদ আক্কাস উদ্দিন খোন্দকার, হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম খান,খাজা রায়হান খোন্দকার,নজরুল ইসলাম,এস.এম.গিয়াস উদ্দীন,ছাত্রনেতা জাকারিয়া দস্তগীর, রকিবুল হাছান, মোহাম্মদ নুরু, আব্দুর রহিম, মাওলানা কাজী নেজাম উদ্দীন, হাফেজ জামাল উদ্দীনসহ ও বহু সুন্নী ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।