কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে একদিনে ১ লাখ ৩১ হাজার রোগী শনাক্ত

25

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে টানা চতুর্থ দিন শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের রেকর্ড অতিক্রম করেছে। শনিবার দেশটিতে নতুন ১ লাখ ৩১ হাজার ৪২০ জনের দেহে ভাইরাসের অস্তিত্ব মিলেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক হিসাবে জানানো হয়েছে। সব মিলিয়ে দেশটিতে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৯৯ লাখ ১০ হাজারের কাছাকাছি দাঁড়িয়েছে; রোববারই এই সংখ্যা এক কোটি পেরিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার দেশটির ১৭টি রাজ্য একদিনে রেকর্ড রোগী বেড়েছে; ১৪টি রাজ্য হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড করেছে। দেশটিতে টানা পঞ্চম দিন কোভিড-১৯ ২৪ ঘণ্টায় এক হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে বলে রয়টার্সের টালিতে দেখা যাচ্ছে। নভেম্বরের প্রথম ৭দিনে দেশটির ১০টি অঙ্গরাজ্য করোনাভাইরাসে একদিনে রেকর্ড মৃত্যুর তথ্য দিয়েছে। সপ্তাহখানেক ধরে দেশটিতে গড়ে প্রতিদিন ১ লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এ সংখ্যা এখন বিশ্বের দেশগুলোর মধ্যে অন্যতম ক্ষতিগ্রস্ত ভারত ও ফ্রান্সের দৈনিক গড় শনাক্তের বেশি।
যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতেই এখন প্রাণঘাতী এই ভাইরাস সবচেয়ে বেশি দাপট দেখাচ্ছে। এর মধ্যে ইলিনয় হয়ে উঠেছে প্রাদুর্ভাবের নতুন কেন্দ্র; রাজ্যটি গত ৭দিনের ৬০ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত করার কথা জানিয়েছে। শনিবার একদিনেই শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ১২ হাজার। শনিবার যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে টেক্সাসে মোট শনাক্ত রোগী সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। সপ্তাহখানেক ধরে রাজ্যটিতে গড়ে প্রতিদিন ৮ হাজার করে নতুন রোগী শনাক্ত হচ্ছে।