কোভিড-১৯ বিষয়ে আইপিসি প্রশিক্ষণ

28

সারাবিশ্ব জুড়ে কোভিড-১৯ সংক্রমণ একটি জরুরী জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ইতোমধ্যে প্রত্যেক জেলাতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবার জন্য হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামে সরকার কর্তৃক কোভিড-১৯ নির্ধারিত হাসপাতালসমূহে চিকিৎসা ব্যবস্থাপনায় নিয়োজিত ৩৯তম বিসিএস’র নব-নিযুক্ত চিকিৎসক-নার্সগণসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও নার্সদের জন্য ইনফেকশান প্রিভেনশান কন্ট্রোল (আইপিসি) বিষয়ক এক প্রশিক্ষণ গত বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ অসীম কুমার নাথ (উপ-পরিচালক),
বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ শফিকুল ইসলাম ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি। প্রশিক্ষণ প্রদান করেন- ঢাকাস্থ স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রন কর্মসূচীর ডিপিএম (রোগ নিয়ন্ত্রণ শাখা) ডাঃ আফসানা আলমগীর খাঁন, ভাইরাল হেপাটাইটিস, ডায়রিয়া কন্ট্রোল প্রোগ্রাম, সিপিসি’র ডিপিএম (এআরসি) ডাঃ অনিন্দ্য রহমান ও জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির এসএমও ডাঃ শাহরিয়ার তানভীর আহমেদ। বিজ্ঞপ্তি