কোভিড-১৯ : বিশ্বে শনাক্ত রোগী ছাড়াল ৯ কোটি

10

বছর পেরিয়ে যাওয়া করোনাভাইরাসের মহামারীতে বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা পেরিয়ে গেল নয় কোটি। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালিতে হালনাগাদ যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেখানে বাংলাদেশ সময় সোমবার সকাল সোয়া ৮টা পর্যন্ত বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৯ কোটি ২ লাখ ৩৭ হাজার ৪৬৯ জন। ওই সময় পর্যন্ত পুরো পৃথিবীতে ১৯ লাখ ৩৪ হাজার ৯৬ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। আর আক্রান্তদের মধ্যে ৪ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৫৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এমন এক সময়ে শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটির ঘর ছাড়াল যখন যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের অতি সংক্রামক দুটি নতুন ধরন নিয়ন্ত্রণে লড়তে হচ্ছে বিভিন্ন দেশকে। একই সঙ্গে ভাইরাসের প্রকোপ কমিয়ে আনতে বিশ্বজুড়ে চলছে বড় আকারে টিকাদানের প্রস্তুতি। জনস হপকিন্সের তথ্য বলছে, বিশ্বজুড়ে শনাক্ত রোগী দ্বিগুণ হতে সময় লেগেছে মাত্র ১০ সপ্তাহ। অক্টোবরের শেষ দিকে যেখানে শনাক্ত রোগীর সংখ্যা ছিল সাড়ে চার কোটি, এখন তা পৌঁছেছে নয় কোটির ঘরে। আক্রান্তের সংখ্যায় সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ কোটি ২৩ লাখের বেশি মানুষের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যুর সংখ্যাতেও যুক্তরাষ্ট্র সবার চেয়ে এগিয়ে, এ পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে সেখানে।