কোভিড-১৯ প্রতিদিন এমপি’দের পরীক্ষা চান ব্রিটিশ স্পিকার

22

করোনাভাইরাস সংক্রমণ থেকে যুক্তরাজ্যের হাউজ অব কমন্সকে নিরাপদ রাখতে প্রতিদিন এমপি’দের ভাইরাস পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন স্পিকার লিন্ডসে হলি। ‘টাইমস রেডিও’র অনুষ্ঠানে হলি এ পরামর্শ দেন বলে জানিয়েছে বিবিসি। রোববার সকালের টাইমস রেডিও জিএন্ডটি প্রোগ্রামে হলি বলেন, তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেল্থ সার্ভিস (এনএইচএস) এবং সরকারের সঙ্গে দ্রæত করোনাভাইরাস পরীক্ষার ফল প্রকাশ করা এবং আরও বেশি সংখ্যায় এমপি’দের পরীক্ষার সুযোগ করে দেওয়া নিয়ে কথা বলেছেন।
তিনি বলেন, ‘‘আমি তাদের জিজ্ঞাসা করেছি, কেন আমরা পরীক্ষার একটা ব্যবস্থা পাব না? ” এমপিরা যাতে নিরাপদে কমন্সে ঢুকতে পারেন সেজন্য দ্রুততম সময়ে পরীক্ষা করে ফল পাওয়ার একটি ব্যবস্থা দরকার বলে জানান তিনি। এমপি’দের নিয়মিত পরীক্ষার এই সম্ভবনার ব্যাপারে জানতে চাইলে স্পিকার হলি বলেন, ‘‘সত্যি বলতে, আমি চাই প্রত্যেক সপ্তাহে নয় বরং প্রত্যেক দিন পরীক্ষা হোক। সপ্তাহে একবার পরীক্ষা হলে শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা সে সম্পর্কে কিছুই বোঝা যাবে না।” মাস্ক পরে পার্লামেন্টে আসলে এমপি’দের চেনা যায় না, তাদের বক্তৃতা দিতেও অসুবিধা হয়। এই যুক্তিতে যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের নেতা জ্যাকব রিস-মগ চেম্বারে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে দিয়েছেন। জ্যাকব রিস-মগের এ সিদ্ধান্তের সঙ্গে তিনিও একমত বলে জানান স্পিকার হলি। তিনি বলেন, ‘‘এমপিরা আসলেই এভাবে কাজ করতে পারছেন না।’’