কোপা ডেল রে শিরোপাও হাতছাড়া বার্সেলোনার

29

চ্যাম্পিয়ন্স লিগে হারের ধাক্কাটা বার্সেলোনা মৌসুমের শেষ ম্যাচেও কাটিয়ে উঠতে পারল না। ঘরোয়া ডাবল জয়ের সুযোগ মেসিরা হাতছাড়া করেছে কোপা ডেল রের ফাইনালে ভ্যালেন্সিয়ার কাছে হেরে।
প্রতিযোগিতাটির সর্বোচ্চ ৩০বারের চ্যাম্পিয়ন বার্সা গত চার মৌসুমেই এই শিরোপা ঘরে তুলেছিল।
শনিবার রাতে মেসি বার্সার হয়ে একটা গোল করেছেন যদিও, তবে ম্যাচ জেতাতে পারেননি। ভ্যালেন্সিয়া ২-১ গোলে জিতেছে। যেটি তাদের অষ্টম শিরোপা, ২০০৭-০৮ মৌসুমের পর প্রথম।
চলতি মৌসুমে ভ্যালেন্সিয়ার বিপক্ষে তিনবারে একবারও জয়ের মুখ না দেখা বার্সা পিছিয়ে পড়ে ২১ মিনিটে। কেভিন গামেইরোর গোলে। ম্যাচের ৩৩ মিনিটে লিড দ্বিগুণ করে ভ্যালেন্সিয়া। এবারের গোলদাতা রদ্রিগো। এই ব্যবধান ৭৩ মিনিট পর্যন্ত ধরে রাখে দলটি।
ম্যাচের ৭৩ মিনিটে আশার বাতি জ্বালান মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে তার ৫১তম গোলে আশা ফিরলেও ম্যাচের লাগাম ফেরেনি। বাকি সময়ে কাতালানরা আর গোলের দেখা না পাওয়ায় ভ্যালেন্সিয়াই শেষ হাসিতে মাঠ ছাড়ে।