কোপা আমেরিকায় সহজ গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা

46

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আগামী জুনে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। কোপা আমেরিকায় হ্যাটট্রিক শিরোপার মিশনে নামছে চ্যাম্পিয়ন চিলি। এবারের তিন ফেভারিট দল পড়েছে ভিন্ন গ্রুপে। রিও কনসার্ট হলে বৃহস্পতিবার ড্র শেষে চূড়ান্ত হয়েছে ১২ দলের তিন গ্রুপ।
‘এ’ গ্রুপে ব্রাজিল প্রতিদ্বন্দ্বিতা করবে বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরুকে। এনিয়ে টানা তৃতীয়বার গ্রুপে মুখোমুখি হবে ব্রাজিল ও পেরু। গতবার শেষ ম্যাচে পেরুর কাছে হেরে গ্রুপ থেকে বিদায় নেয় ব্রাজিল। এবার দেশের মাটিতে ১৪ জুন বলিভিয়ার বিপক্ষে টুর্নামেন্ট শুরু করবে সেলেকাওরা।
ব্রাজিলের মতো তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে গতবারের রানার্সআপ আর্জেন্টিনাও। গতবার টাইব্রেকারে ফাইনাল হারের আগে চিলির সঙ্গে গ্রুপে লড়াই করেছিল তারা। এবার তারা ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও আমন্ত্রিত দল কাতারকে।
১৫ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে গত দুটি ফাইনালে হেরে যাওয়া আর্জেন্টিনার লড়াই।
রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হচ্ছে চিলি। ‘সি’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে উরুগুয়ে ১৬ জুন খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আর পরদিন চিলি মুখোমুখি হবে আমন্ত্রিত দল জাপানের।
৭ জুলাই মারাকানার রিও ডি জেনিরোতে হবে টুর্নামেন্টের ফাইনাল।
উদ্বোধনী ম্যাচ হবে সাও পাওলোতে। অন্য তিন ভেন্যু হচ্ছে বেলো হরিজোন্তে, পোর্তো অ্যালেগ্রে ও সালভাদোর।