কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখিন ব্যবসায়ীরা আবুল কাশেম

33

জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আবুল কাশেম চেয়ারম্যান বলেন, এ মার্কেটে প্রতিটি দোকানে ৩০ থেকে ৪০ হাজার টাকা বিক্রি হয়। করোনা পরিস্থিতিতে কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখিন আমাদের ব্যবসায়ীরা। প্রায় ২ মাস অচলাবস্থা, কোন ইনকাম নেই। দোকান খোলার চাপ থাকলেও ক্রেতা না থাকলে কেমনে সম্ভব।
এখন পর্যন্ত সরকারি প্রণোদনায় আওতাভূক্ত না করায় বড় বিপদে আছি আমরা। দীর্ঘদিন কেনাবেচা বন্ধ থাকায় ব্যাংকের সুদ, কর্মচারীদের বেতন এবং দোকানভাড়া পরিশোধ করতে একবারেই অক্ষম হয়ে পড়েছে আমাদের ব্যবসায়ীরা। এই অবস্থা থেকে উত্তোরণের জন্য ব্যাংক লোনের সুদ মওকুফ এবং স্বল্প সুদে ঋণ প্রদানে জোর দাবি জানায়। সেইসাথে দোকান ভাড়া, গ্যাস ও বিদ্যুতের বিল মওকুফ চান এ ব্যবসায়ী নেতা।