কোচের ভূমিকায় তামিম লেগ স্পিনার মুশি

10

গতকাল দুপুর ২টা নাগাদ মিরপুরে এক পশলা বৃষ্টি হল। মিনিট দশেকের বৃষ্টিতে পানি জমল না বটে কিন্তু মাঠ ভিজে সয়লাব। সেই ভেজা মাঠেই কোচিং স্টাফদের সঙ্গে কঠোর ফিল্ডিং অনুশীলনের মধ্যদিয়ে তৃতীয় দিনের স্কিল অনুশীলন শুরু করলেন টাইগাররা। ভেজা মাঠে টাইটিফিট ফিল্ডিং অনুশীলনের পর ড্রেসিংরুমে খানিকক্ষণের বিশ্রাম নিয়ে নিলেন টাইগাররা। হুট করেই বল হাতে সেন্টার উইকেটের দিকে এগুতে থাকলেন মুশফিকুর রহিম। খালি নেটে শুরু করলেন বোলিং। তাও আবার লেগ স্পিন! তবে আশ্চর্যজনক হলেও সত্য যে, শুধু বোলিং নয় উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকের প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেটও আছে! একটা সময় টুকটাক মিডিয়াম পেস করতেন। সেই স্মৃতি আজ বুঝি হঠাৎ মনে পড়েছিল!
অবশ্য মুশফিক একা নন, গতকাল অনুশীলনে অনেক ব্যাটসম্যানকেই বোলার হতে দেখা গেল। মুশফিকের বোলিংয়ের সামনে নেমে পড়েছিলেন তাইজুল ইসলাম। তামিম ইকবালকে দেখা গেল তাইজুলের কোচের ভূমিকায়। বোলিং প্রান্তে দাঁড়িয়ে পুরোদস্তুর কোচের মতই নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন। সুবোধ ছাত্রের মত তাইজুলও তা অনুসরণ করছিলেন। অদূরে থেকে তা অবলোকন করছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।