কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কর্মশালা

11

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ- সার্ভিসেস ইউনিটের মাল্টিসেক্টরাল কর্মশালা গত ২৪ এপ্রিল চট্টগ্রাম জিইসি স্কয়ারস্থ বিএমএ ভবন মিলনায়তনে সম্পন্ন হয়। এতে চট্টগ্রাম জেলার স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, সরকারি-বেসরকারি এবং কিশোর-কিশোরী প্রতিনিধি, সাংবাদিক এবং জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের সমন্বয়ে কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. হাবিবুর রহমান। মডারেটর ছিলেন এমসিএইচ-সার্ভিসেস পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহানা চৌধুরী, স্বাস্থ্য ও প.প মন্ত্রণালয়ের উপ-সচিব রফিকুল ইসলাম, বিএমএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, সেক্রেটারি ডা. ফয়সাল ইকবাল চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সহকারি পরিচালক (সিসি) ডা. সেহেলী নার্গিস। সঞ্চালনা করেন ডা. সোমা চৌধুরী। মুক্ত আলোচনায় আনসার-ভিডিপি, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, গণমাধ্যম কর্মী, কিশোর-কিশোরী প্রতিনিধিরা অংশ নেন। বিজ্ঞপ্তি