কৈবল্যধামে আল-ইসলামিয়া মাদ্রাসায় সভা

67

নগরীর আকবরশাহ্ থানাধীন কৈবল্যধাম আবাসিক এলাকায় সি-ব্লকস্থ মাদরাসা দারুন নাহযা আল-ইসলামিয়া অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, দ্বীনি শিক্ষাগ্রহণ করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরজ। মাদরাসা প্রথম পরিচালক হাফেজ মুহাম্মদ জাকের হোসেন’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী এমরান হোসেন। প্রধান বক্তা ছিলেন মাদ্রাসার চেয়ারম্যান মোঃ আমিন উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক শামিম আহমেদ সুমন। এতে আরো বক্তব্য রাখেন-মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য মু. জাফরুল আলম, ডা: নাজিম উদ্দিন, মাদরাসার শিক্ষক মাওলানা ফেরদৌস, মাওলানা রিদওয়ানুল হক শামসী, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা সাআদ হাফেজ ফজুলুল করিম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেয়ওলোয়াত পাঠ করেন হিফজ বিভাগের ছাত্র মু, হাবিব রহমান। বিজ্ঞপ্তি