কে-এন হার্বার কনসোর্টিয়াম লিঃ এশিয়ান সিটিজ দলগত দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

93

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে কে-এন হার্বার কনসোর্টিয়াম লিঃ এর পৃষ্ঠপোষকতায় সাইফ পাওয়ারটেক লিমিটেড, রূপায়ন গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সহ পৃষ্ঠপোষকতায় কে-এন হার্বার কনসোর্টিয়াম লিঃ এশিয়ান সিটিজ দলগত দাবা চ্যাম্পিয়নশিপ (দুবাই কাপ) ২০১৯ এর খেলা গতকাল (বুধবার) ফার্স হোটেল এন্ড রিসোর্ট এ শুরু হয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি এবং র‌্যাব ফোর্সের মহাপরিচালক বেনজীর আহমেদ বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে এ চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^ দাবা সংস্থার সভাপতির উপদেষ্টা মিঃ বেরিক বালগাবায়েভ, কে-এন হার্বার কনসোর্টিয়ামের চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী মুস্তাক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল এমরানুল হাসান। বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফিদের জোন-৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম, সাইফ স্পোর্টিং ক্লাবের পরিচালক মাহমুদা হক চৌধুরী মলি ও এ চ্যাম্পিয়নশিপের প্রধান বিচারক মোঃ হারুন অর রশিদ।
এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের দুই যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান পলাশ ও মাসুদুর রহমান মল্লিক এবং কার্যনির্বাহী দেবাষিশ দে উপস্থিত ছিলেন। বাংলাদেশসহ ৯ টি দেশের ১২ টি দল এ ইভেন্টে অংশগ্রহণ করছে।
গতকাল প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের গোপালগঞ্জ সিটি দল ৩.৫-০.৫ গেম পয়েন্টে চাইনিজ তাইপে দলকে, ইরানের তেহরান (সাইপা) ৪-০ গেম পয়েন্টে মালয়েশিয়ার শাহ আলম সিটি দলকে, বিএনএসসিবি দাবা টিম ঢাকা ৪-০ গেম পয়েন্টে টিম দুবাইকে, চট্টগ্রাম সিটি ২.৫-১.৫ পয়েন্টে কাঠমুন্ড সিটি নেপালকে, কোলকাতা সিটি, ভারত ৩-১ গেম পয়েন্টে কলম্বো সিটি, শ্রীলংকাকে এবং ললিতপুর সিটি, নেপাল ৩-১ গেম পয়েন্টে পাকপতন সিটি, পকিস্তানকে পরাজিত করে। আজ বৃহস্পতিবার বেলা ৩-০০ টা হতে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।