কেয়া’র সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

8

 

কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন (কেয়া) পরিচালিত হাটহাজারী-রাউজান-ফটিকছড়ি উপজেলার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান গত ২৮ অক্টোবর সম্পন্ন হয়। সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ এর সভাপতিত্বে এবং মহাসচিব মো. নজরুল ইসলাম খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, প্রধান বক্তা ছিলেন মো. ওসমান কবির রাসেল, বিশেষ অতিথি ছিলেন কেয়ার পরীক্ষা নিয়ন্ত্রক লায়ন মঈনুদ্দিন কাদের লাভলু, লায়ন কাজী মুহাম্মদ আলাউদ্দিন আজাদ, অধ্যক্ষ মুহাম্মদ ছৈয়দুল আজাদ, অধ্যক্ষ মো. ওসমান, মো. রফিকুল ইসলাম মল্লিক, মোহাম্মদ হাসান ইমাম, মুহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ নুর হোসাইন হাসান, অধ্যক্ষ মিসেস সাহারা খাতুন, অধ্যক্ষ শিমুল বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ২০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট-প্রাইজবন্ড-সার্টিফিকেট এবং শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। ২০২১ সালের সিলেবাস সংক্ষিপ্ত করে করোনা পরবর্তী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর। বিজ্ঞপ্তি