কেরানীহাট ল্যান্ড ওনার্স এসোসিয়েশনের সভা

42

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ার কেরানীহাটের ভবন মালিকদের সংগঠন কেরানীহাট ল্যান্ড ওনার্স এসোসিয়েশনের এক জরুরি সভা গতকাল মঙ্গলবার কেরানীহাটস্থ নিজস্ব কার্যালয়ে সভাপতি নেজাম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি ফরিদুল আলম, মোহাম্মদ মুছা কোম্পানি, মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, যুগ্ম সম্পাদক ডা. বিধান ধর, ওমর ফারুক, সদস্য মোহাম্মদ বেলাল সওদাগর, মোহাম্মদ ইব্রাহীম ও নুরুল ইসলাম। বক্তারা বলেন, সাতকানিয়ার কেরানীহাট হচ্ছে ভৌগলিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য কেন্দ্র। কেরানীহাটকে যানজটমুক্ত করতে সরকারের যে কোন পদক্ষেপকে স্বাগত জানাই। তবে আমাদের সুস্পষ্ট প্রস্তাব হচ্ছে কেরানীহাটকে যানজটমুক্ত করে একটি আদর্শ বাণিজ্য স্থানে পরিণত করতে যে প্রকল্প সহায়ক হবে তা নির্ণয় করে প্রকল্প গ্রহণ করতে হবে। যে প্রকল্পে সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হবে তা কোনমতেই কাম্য নয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়।