কেন পারফর্ম করতে পারছেন না উত্তর নেই সুজনের কাছেও

17

ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হেরেছে বাংলাদেশ। পারফর্ম করতে পারেননি বেশির ভাগ ক্রিকেটারই। বিশেষ করে মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্তদের পারফরম্যান্স ছিল বেশ খারাপ। এই অবস্থা থেকে উত্তরণের উপায় কী? জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলছেন, উত্তরটা দিতে হবে ক্রিকেটারদেরই। সা¤প্রতিক সময়ে ক্রিকেটারদের দলে নিয়ে বাদ দেওয়া হয় না। মুনিম শাহরিয়ারও যেমন পাঁচ টি-টোয়েন্টি খেলার পর বাদ পড়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ থেকে। এরপরও কেন পারফর্ম করতে পারছেন না ক্রিকেটাররা, এই উত্তর নেই সুজনের কাছেও। গতকাল জিম্বাবুয়েতে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘করণীয়টা কী এটা ক্রিকেটাররাই বলতে পারবে। তারা জানে যে তাদের জায়গা নিয়ে এত কাড়াকাড়ি নেই। তাদের ঠিকঠাক সুযোগ দেওয়া হচ্ছে। এমন অবস্থায় তো মন খুলে খেলা উচিত। আমি ওই মন খুলে খেলাটা দেখতে পাচ্ছি না। ’