কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের মিছিল

28

 

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে রাজপথে থেকে মানবাধিকার ও আইনের শাসন এবং ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধভাবে অবিরাম সংগ্রাম চালিয়ে যেতে হবে। তিনি ২৯ মে বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সুলতান সালাহউদ্দীন টুকুকে সভাপতি ও আব্দুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন করায় চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাগত মিছিল উত্তর সমাবেশে এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, মো. জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুল গফুর বাবুল, মিয়া মো. হারুন, জসিমুল ইসলাম কিশোর, মজিবর রহমার, অরূপ বড়ুয়া, মো. আলী সাকী, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, তৌহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহ- সাধারণ সম্পাদক পলাশ, মজিবর রহমান রাসেল, ফেরদৌস আলম, জাফর আহমেদ খোকন, সম্পাদকমন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মাদ সাগীর, মহিউদ্দিন মুকুল, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক কমল জৌতি বড়ুয়া, হামিদুল হক, মেজবাহ উদ্দিন মিন্টু, জাহাঙ্গীর আলম মানিক, আনোয়ার হোসেন, মিজানুর রহমান দুলাল, হাফেজ মো. কামাল উদ্দিন, থানা যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন টুনু, বজল আহমেদ, মোশাররফ আমিন সোহেল, খুরশিদ আলম, আনোয়ার হোসেন, আজীজ চৌধুরী, সদস্য সচিব শওকত খাঁন রাজু, মো. তাজুল ইসলাম তাজু, মুসফিকুর রহমান নয়ন, হাবিব উল্লাহ খান রাজু, মো. সারোয়ার, আজিজ চৌধুরী, থানা সিনি. আহবায়ক মুস্তাকিম মাহমুদ, সাইফুল আলম রুবেল, মো. সাদ্দাম, ইউনুছ মুন্না, মো. মিল্টন, ওয়ার্ড আহবায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী, মো. আলী, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ বাদশা আলমগীর, জহিরুল ইসলাম জহিরসহ প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি