কেডিএসের কারখানা পরিদর্শনে সিআইইউর শিক্ষার্থীরা

18

নগরীর বায়েজিদে রোডে অবস্থিত কেডিএস এক্সেসরিজ লিমিটেডের উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) বিজনেস স্কুলের জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড এইচআরএম বিভাগের শিক্ষার্থীরা। সম্প্রতি কোর্সওয়ার্কের অংশ হিসেবে এবং ক্লাস রুমের বাইরে ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য কারখানাটি পরিদর্শন করেন বিভাগটির একঝাঁক শিক্ষার্থী। এ সময় তারা কেডিএসের কারখানার উৎপাদন প্রক্রিয়ার ধরণ, লোকবল, অপারেশন্স পদ্ধতি, বাজারজাতকরণসহ নানান দিকগুলো ঘুরে দেখেন।
পরিদর্শন কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআইইউর বিজনেস স্কুলের অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, সহযোগী অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন খালেদ, প্রভাষক তামান্না বিনতে জামান, আশিকুল মাহমুদ ইরফান প্রমুখ।
কেডিএস এক্সেসরিজ লিমিটেডের প্রশাসন এবং মানবসম্পদ শাখার ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল আজম শিক্ষার্থীদের পুরো প্রক্রিয়ার বিষয়ে ধারণা দেন। বিজ্ঞপ্তি