কেজিএফ’র আইটেম গানে তামান্না

116

যশ। ভারতের কন্নড়ের জনপ্রিয় নায়ক। বলিউডে তার চেনাজানাটা কম। তবে এবার ভারতবাসী তাকে চিনছে। নতুন ছবি ‘কেজিএফ’ দিয়ে কাঁপিয়ে দিয়েছেন পুরো ভারতের বাঘা বাঘা সব ইন্ডাস্ট্রি। এমনকি তার দাপটে মাঝে মধ্যেই খেই হারিয়ে ফেলছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘জিরো’! গত ২১ ডিসেম্বর ছবি দুটি মুক্তি পেয়েছে। প্রতিযোগিতায় প্রথম দিকে শাহরুখ খান ঢের এগিয়ে থাকলেও, দিন যত বাড়ছে এগিয়ে যাচ্ছে যশের ‘কেজিএফ’। হিন্দি, কন্নড়, তেলেগু ও তামিল ভাষায় মুক্তি পাওয়া ছবিটি প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী আয় করেছে ১০০ কোটি রুপি। অপর দিকে শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা অভিনীত এবং আনন্দ এল রায় পরিচালিত ‘জিরো’ বিশ্বব্যাপী আয় করেছে ১৩৯ কোটি রুপি।
কন্নড়ীয় এই নায়ক নিজেও ছবিটির এমন সাফল্যে চমকিত। ডেকান ক্রোনিকেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘সত্যি বলতে শাহরুখ খানের সঙ্গে প্রতিযোগিতা করার প্রশ্নই আসে না। আমি চাই, দুটি চলচ্চিত্রই সফল হোক। তবে আমি আসলে দক্ষিণ ভারতে ‘কেজিএফ’-এর জনপ্রিয়তা দেখে মুগ্ধ হয়েছি। তারা যে ছবিটি এত পছন্দ করছেন যা আমাকে আপ্লুত করেছে।’’ ১৯৫১, ১৯৬১ ও ১৯৭৮ সালের গল্প নিয়ে নির্মিত ‘কেজিএফ’। এর পরিচালক প্রশান্ত নিল। বলা হচ্ছে, এটি ‘কেজিএফ’-এর প্রথম অধ্যায়। ৫০ কোটি রুপির এ ছবিটি ইতোমধ্যেই দ্বিগুণ টাকা ঘরে তুলেছে। ছবিটিতে যশের নায়িকা শ্রীনিধি। আর আইটেম গানে নেচেছেন তামান্না ভাটিয়া।