কেউ আমার নাম ভাঙিয়ে অপকর্ম করতে চাইলে প্রতিরোধ করুন

33

আনোয়ারা প্রতিনিধি

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, সততা ও নিষ্ঠার সাথে এলাকার গণমানুষের সেবা করতে চাই। আমি সব ভালো কাজে আপনাদের পাশে থাকতে চাই। সেই সাথে আপনাদের কাছে আমার মেসেজ, কেউ আমার নাম ভাঙিয়ে মন্দ কাজ বা অপকর্ম করতে চাইলে, তাদের প্রতিরোধ করুন। ভালো কাজে আমি সব সময় আপনাদের পাশে আছি। আর সাধারণ মানুষের প্রতি আমার অনুরোধ, আপনারা কোনো ধরনের মিথ্যা, গুজবে কান দেবেন না। ভালো কাজ করুন, সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় অবদান রাখুন।
গতকাল শুক্রবার আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আফাজ উল্লাহ জামে মসজিদে জুমার নামাজ আদায়কালে দলের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতার মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলব আপনারা নিজেদেরক সাধারণ মানুষের সেবায় আরো বেশি নিয়োজিত করুন। স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ যেভাবে নিজেদের উৎসর্গ করেছিলেন, সেভাবে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান অর্থনৈতিক মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছি আমরা। আর এই যুদ্ধে সাধারণ মানুষকে আরো বেশি সম্পৃক্ত করতে হবে। এই দায়িত্ব আওয়ামী লীগ নেতাকর্মীদেরকেই পালন করতে হবে। সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়ন কর্মকাÐ তুলে ধরতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী, বরুমচড়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেলিম, ভ‚মিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এডভোকেট ইমরান হোসেন বাবু, আওয়ামী লীগ নেতা আজাদ শিকদার, খোরশেদ আলম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।