কেইতা-ফিরমিনোর গোলে

37

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারের পথে এক ধাপ এগিয়ে গেল লিভারপুল। মঙ্গলবার কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লেগের ম্যাচে তারা পোর্তোকে হারিয়েছে ২-০ গোলে। জার্গেন ক্লপের দলের হয়ে এদিন গোল দুইটি করেন ন্যাবি কেইতা ও রবার্তো ফিরমিনো।
লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন প্রথমার্ধেই দুইটি গোল করে স্বাগতিকরা। প্রথম গোলটি করেন মিডফিল্ডার ন্যাবি কেইতা। ম্যাচের নবম মিনিটে বক্সের মধ্যে গুইনিয়ান মিডিওর শট বিপক্ষ এক ডিফেন্ডারের পায়ে আংশিক লেগে গোলে ঢুকে যায়। এক্ষেত্রে ইকার ক্যাসিয়াসের দর্শক হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর ২২ মিনিটে সালাহ ম্যাজিকে প্রায় দ্বিতীয় গোলের গন্ধ পেয়ে যায় রেডসরা।
একক দক্ষতায় বল ধরে আগুয়ান মিশরীয় স্ট্রাইকার ক্যাসিয়াসকে পরাস্ত করলেও অল্পের জন্য তাঁর প্রয়াস লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও দ্বিতীয় গোলের জন্য এরপর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লিভারপুলকে। ২৬ মিনিটে আলেকজান্ডার আর্নল্ডের মাটি ঘেঁষা ক্রস থেকে স্কোরলাইন ২-০ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিরমিনো। ওখানেই জয় কার্যত নিশ্চিত হয়ে যায় রেডসদের।
২-০ গোলে এগিয়ে থাকা লিভারপুল আগামী সপ্তাহে সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে ফের মুখোমুখি হবে পোর্তোর। ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে পোর্তোর ঘরের মাঠে।
অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। এই জয়ের ফলে সেমিফাইনালে ওঠার দৌঁড়ে টটেনহ্যাম এক ধাপ এগিয়ে গেল। ম্যাচটিতে পেনাল্টি মিস করেন ম্যানসিটির সার্জিও আগুয়েরো।
দুই দলের শেষ তিনবারের সাক্ষাতে তিনবারই হারের স্বাদ পেয়েছিল টটেনহ্যাম। একাদশে বার্নার্দো সিলভা-ডি ব্রæইনাকে ছাড়াই টটেনহ্যামের বিরুদ্ধে এদিন মাঠে নামে ম্যানসিটি। ঘরের মাঠে এদিন আক্রমণে প্রাধান্য বেশি ছিল টটেনহ্যামেরই। তবু ম্যানসিটি দুর্গে শেষ প্রহরী হিসেবে এদিন স্পার্সদের সামনে ঢাল হয়ে দাঁড়ান ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। প্রথমার্ধে দু-তিনটি দুরন্ত সেভ করে দলকে লড়াইয়ে রাখেন ম্যানসিটি গোলরক্ষক।
উত্তেজক ম্যাচে হঠাৎই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় টটেনহ্যাম আক্রমণে প্রধান স্তম্ভ হ্যারি কেনকে। ম্যাচের কর্তৃত্ব এসময় খানিকটা নিজেদের দখলে নিয়ে নেয় সিটি। কিন্তু ঘরের মাঠে ৭৮ মিনিটে ডেডলক খোলে পোচেত্তিনোর দল। ক্রিশ্চিয়ান এরিকসেনের পাস বক্সের মধ্যে নিজের আয়ত্তে নিয়ে প্রায় একক দক্ষতায় বাঁ-পায়ের শটে এডারসনকে পরাস্থ করেন কোরিয়ান সন-হিউং মিন।
শেষ অবধি ১-০ স্কোরলাইনে ঘরের মাঠে প্রথম লেগ জিতলেও দ্বিতীয় লেগের আগে কেনের চোট চিন্তায় রাখবে টটেনহ্যামকে। অন্যদিকে চতুর্মুকুট খেতাব জয়ের লক্ষ্যে দ্বিতীয় লেগে যে গুয়ার্দিওলার দল শক্তিশালী আক্রমণে যাবে তা এক প্রকার নিশ্চিত। আগামী ১৭ এপ্রিল দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে টটেনহ্যাম-ম্যানসিটি।