কৃষ্ণ সাগরে রুশ নৌবহর ‘ধ্বংসের’ প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?

29

 

ইউক্রেনের এক কর্মকর্তা বলেছেন, কৃষ্ণ সাগরে রুশ নৌবহরকে লক্ষ্যবস্তু বানিয়ে যুক্তরাষ্ট্র একটি পরিকল্পনা তৈরির কাজ করছে। এই নৌবহরের অবস্থানের কারণে মস্কো বিভিন্ন বন্দরকে অবরোধ করে রেখেছে। এতে করে বিশ্বের খাদ্য সরবরাহ হুমকিতে পড়েছে। শুক্রবার মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে। বিশ্বের বৃহত্তম খাদ্যশস্য সরবরাহকারী ইউক্রেন। তারা আশঙ্কা করছে, দেশটির সমুদ্র বন্দরগুলোতে রাশিয়ার অবরোধের কারণে খাদ্য সরবরাহ বিঘ্নিত হবে। যা বৈশ্বিক খাদ্য সংকট তৈরি করতে পারে। শুক্রবার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপদেষ্টা অ্যান্টন গেরাশ্চেঙ্কো টুইটারে লিখেছেন, কৃষ্ণ সাগরে নৌবহর ধ্বংসের একটি পরিকল্পনা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র। তিনি আরও লিখেছেন, যুদ্ধজাহাজের বিরুদ্ধে ইউক্রেনীয়দের কার্যকর কর্মকান্ডের ফলে যুক্তরাষ্ট্র বন্দরগুলোকে মুক্ত করতে পরিকল্পনা প্রস্তুত করতে প্রনোদিত করেছে। ইউক্রেনীয় উপদেষ্টার এই বার্তা রয়টার্সের এক প্রতিবেদনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।