কৃষ্ণগোপালজীর মন্দিরে শিক্ষা উপমন্ত্রীর অনুদান

54

গত ১৬ জুলাই বৃহস্পতিবার শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পির পক্ষে ১৫নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন ও নগর যুবলীগ নেতা শেখ বশির আহমেদ চট্টগ্রাম মহানগরীর শ্রী শ্রী কৃষ্ণগোপালজীর মন্দিরের নিজস্ব কার্যালয়ে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি দয়াল কান্তি সামন্ত, সাধারন সম্পাদক শিশির দে, সুনিল মজুমদার, চন্দন মল্লিক, গৌতম দাশগুপ্ত, প্রধান পুরোহিত শ্রী কৃষ্ণ দাশ (বাবাজি), মোহাম্মদ রুবেল প্রমুখ। অনুদান প্রদান কালে শিক্ষাউপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এক বার্তায় বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সকল ধর্মের মানুষকে সবসময় প্রাধান্য দিয়ে এসেছেন। বর্তমান সরকার হল জনবান্ধব সরকার। যেকোন ধর্মের যেকোন সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় পাশে থেকেছেন। এর দৃষ্টান্ত স্বরূপ আজ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি মন্দির উন্নয়নের জন্য এই অনুদান প্রদান করেছি এবং ভবিষ্যতেও যদি কোনরকম সহায়তা প্রয়োজন হয় তাহলে আমি সহায়তা করার জন্য চেষ্টা করব।