কৃষকের পাশে রাউজান উপজেলা ছাত্রলীগ

65

শ্রমিক সংকটে পড়া কৃষকের পাশে দাড়িয়েছে রাউজান উপজেলা ছাত্রলীগ। এতে রাউজানের কৃষিজীবিদের অনেকেই বহিরাগত কামলার উপর নির্ভরশীল হওয়ায় এই করোনা দুর্যোগে এখন চরম সংকটে রয়েছে রাউজানের কৃষিজীবিরা। যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও রাউজানে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী ও ফারাজ করিম চৌধুরীর আহবানে সারা দিয়ে রাউজান উপজেলা ছাত্রলীগের সদস্যরা কৃষকের পাশে দাঁড়িয়েছে। গত শনিবার হরিষখান পাড়ায় বিনাপারিশ্রমিকে ধানকাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা যুবলীগের সভাপতি পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। তারা এখানে কাস্তে হাতে মাঠে নেমে আধবেলা কাটার পাশাপাশি মাথায় করে ধানের আটি জমি থেকে উঠিয়ে কৃষকদের বাড়িতে দিয়ে আসে। ধানকাটা কর্মসূচিতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মো. এখতেয়ার উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, সহ-সভাপতি মনির তালুকদার, তানভীর হোসেন চৌধুরী, নাছির উদ্দিন, ফয়সাল মাহমুদ, ইকবাল হোসেন ইমন, প্রিয়তম দত্ত, রিপন দাশ, জিসান, মো. সাফাত প্রমুখ।