কৃষকদল দক্ষিণ জেলার বিক্ষোভ সমাবেশ

2

স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম এবং ছাত্রদল নেতা নূরে আলম হত্যা এবং জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষকদল দক্ষিণ জেলার বিক্ষোভ সমাবেশ ৮ আগস্ট দোস্ত বিল্ডিং কার্যালয়ে দলীয় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ এম সাইফুদ্দিন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মাঈনুল হক চৌধুরী পলাশ, হাজী নজরুল ইসলাম, আবদুল করিম, আবু বক্কর, হারুনর রশীদ, জামাল উদ্দিন, দিদারুল আলম লিটন প্রমুখ। আবু সুফিয়ান বলেন, শুক্রবার রাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে শতকরা প্রায় ৫০ ভাগ। দাম বৃদ্ধির কারণে দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব ফেলবে। বিদ্যুৎ, কৃষি ও শিল্প উৎপাদনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। খাদ্যপণ্যসহ শাকসবজির দাম অস্বাভাবিক বৃদ্ধি পাবে। এমনিতেই গত কয়েক মাস ধরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞপ্তি