কুম্ভমেলায় ধর্ম সম্মেলন হিংসাকে সমর্থন করে না পৃথিবীর কোনও ধর্ম

28

ঋষিকুম্ভের কুম্ভমেলায় বক্তারা বলেছেন, এই মেলা প্রাণের মেলায় রূপ নিয়েছে। সনাতন ধর্ম প্রাচীন ধর্ম। পৃথিবীর কোন ধর্ম হিংসা-বিদ্বেষকে সমর্থন করে না। সকল ধর্মের মানুষের অংশগ্রহণ আছে কুম্ভমেলায়। গতকাল বাঁশখালীর কালীপুর ঋষিধামে মহতী ধর্মসভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন জে এল ভৌমিক। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, জাতীয় পার্টি পুনঃগঠন প্রক্রিয়ার সভাপতি বিদিশা এরশাদ, অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, রতেœন্দ্র ভট্টাচার্য্য, হুসেইন মুহম্মদ এরশাদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. তানভীর ইকবাল, এরশাদ পুত্র এরিক এরশাদ। উপস্থিত ছিলেন ভারত থেকে আগত শ্রীমৎ নীলমণি মহারাজ, শ্রীমৎ ব্রজবল্লভ দাস বাবাজী মহারাজ, শ্রীমৎ যোগগুরু রামসাগরজি মহারাজ, শ্রীমৎ অনুরাগজী মহারাজ, শ্রীমৎ সচ্চিদানন্দ পুরী মহারাজ।
কুম্ভমেলা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে এবং বিভাস গুহ ও সুজন করের সঞ্চালনায় সাধারণ সম্পাদক অনুপ বরন দাশের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনায় বক্তব্য রাখেন অর্থ সম্পাদক তড়িৎ কান্তি গুহ, প্রধান সমন্বয়ক তাপস কুমার নন্দী, শ্যামল দাশ, পরাগ দে, প্রদীপ গুহ, ছোটন গুহ, মিন্টু চৌধুরী, সুমন গুহ, সুব্রত দেব, স্বদেশ পাল, টিটন পাল প্রমুখ। বিজ্ঞপ্তি