কুমিল্লায় বাস অটোরিকশার সংঘর্ষে নিহত ৮

28

কুমিল্লায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয় জনসহ আট জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিন জন নারী। নিহত আপর দুজন হলেন হোটেল বয় এবং সিএনজির চালক। আহত হয়েছেন বাসের ৩-৪ জন যাত্রী। গতকাল রবিবার দুপুর ১২টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঘোড়া ময়দান এলাকার মৃত আবদুর জব্বারের ছেলে জসিম উদ্দিন (৪৫), জসিম উদ্দিনের মা সকিনা বেগম (৭০), স্ত্রী সেলিনা বেগম (৪০), ছেলে সিপন (২৩), রিফাত (৮) ও মেয়ে নিপু আক্তার (১৩)। সিএনজিচালিত অটোরিকশার চালক একই উপজেলার করপতি গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে জামাল হোসেন (৩০) ও একই গ্রামের মা তুম্মির ছেলে হোটেল বয় শাইমুন হোসেন (১৫)। খবর বাংলা ট্রিবিউনের
দুর্ঘটনা কবলিত বাসবদরুল আলম তালুকদার জানান, কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে জামতলী এলাকায় কুমিল্লা থেকে লাকসামগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিটির চালকসহ চার আরোহী