কুমিরা ও সীতাকু এলাকায় রেলওয়ের মালামাল চুরি রোধ করা জরুরি

27

 

গ্যাং নং-৮ হইতে দূরত্ব ব্রিজ নং-৫০ এর বিভিন্ন মালামাল গত ২৩ জুলাই চুরি হইয়া যায়। চুরি হওয়া মালামাল গুলো হল- ব্রিজের ডগপিন, লাইনার মোট ২০০ পিস। ঘটনার পরের দিন রাত্র আনুমানিক ৩ ঘটিকার সময় অজ্ঞাত নামা এক ব্যক্তি এসে গেইট কিপারকে ডাকিয়া ৬৪ পিস মালমাল তার কাছে রাখিয়া যায়। স্থানীয় লোকজন চুরির ঘটনা দেখার পর বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় প্রধান প্রকৌশলী ডিএন-১ কে অবগত করিলে তিনি পিডাব্লিউ ইরফান ও সোলায়মানকে ঘটনাস্থলে পাঠান। তাহারা ঘটনাস্থলে আসিয়া দ্রুত লাইন মেরামত করার ব্যবস্থা করেন। রেল লাইনের রাষ্ট্রীয় মালামাল এই ধরনের চুরির ঘটনার কারণে চলাচলরত ট্রেন যেকোন সময় মারাত্মক ভাবে দুর্ঘটনায় পতিত হইতে পারে। এমতাবস্থায় এই রাষ্ট্রীয় মালমাল চুরির ঘটনায় যারা জড়িত তাহা সঠিক তদন্তের মাধ্যমে উদঘাটন করিয়া অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবী জানানো হইল। এলাকাবাসীর দাবী কুমিরা ও সীতাকুন্ড এলাকায় রেলওয়ের মালামাল চুরিরোধ করা জরুরি। ভবিষ্যতে যাহাতে কোন অপরাধী এই ধরনের চুরির ঘটনা সংঘটিত করিতে না পারে।
এলাকাবাসীর পক্ষে
আহমদ কবিরÑ কুমিরা ও সীতাকুন্ড, চট্টগ্রাম।