কুন্ডেশ্বরী বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

140

 

রাউজানের ঐতিহ্যবাহি কুন্ডেশ্বরী বালিকা মহা বিদ্যালয়, বিদ্যামন্দির, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা গতকাল শুক্রবার সকালে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি বাসু দেব সিংহের সভাপতিত্বে ও কলেজের অধ্যাপক পুরবী দাশ গুপ্তা, সুবর্না চৌধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যা মন্দির ও প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজীব সিংহ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জোনায়েদ কবীর সোহাগ, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লা আল হারুন, কলেজ কমিটির সদস্য শাহাজান ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবেদিতা দে, বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক পলাশ রায় চৌধুরী ও মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চিন্ময়ী চৌধুরী। উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী মোহাম্মদ ইকবাল, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাহাদুর, জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। এডভোকেট সমীর দাশগুপ্ত, নজরুল ইসলাম চৌধুরী, মনচুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে, মুসা আলম খান প্রমুখ।