কুতুবদিয়ায় প্রশাসনের মাসিক সাধারণ সভা

10

কুতুবদিয়া প্রতিনিধি

কুতুবদিয়া উপজেলা মাসিক সাধারণ সভা ও আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০মার্চ) কুতুবদিয়া পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মুখ্য কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় কক্সবাজার জেলা আ.লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, জেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম, ইউপ চেয়ারম্যানদের মধ্যে আবদুল হালিম, আলা উদ্দিন আল আযাদ, আজমগীর মাতবর, জাহাঙ্গীর আলম সিকদার, প্যানেল চেয়ারম্যানদের মধ্যে তৌহিদুল ইসলাম, জাফর আলম সিকদার, বিআরডিবির চেয়ারম্যান এস,কে,লিটন কুতুবী, সরকারি,বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক, উপস্থিত ছিলেন। পরে সকলের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় কুতুবদিয়া দ্বীপে আগামী পহেলা বৈশাখ জাতীয় গ্রিডের আওতায় প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার আশ্বস্থ করা হয়। কুতুবদিয়া সরকারি হাসপাতালে ডেলিভারি করা হচ্ছে এবং মাতৃত্বকালীন পর্যাপ্ত সুযোগ সুবিধা ও সেবা গ্রহণের আহŸান জানানো হয় দ্বীপবাসীকে।
গভায় বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে কুতুবদিয়া দ্বীপের ৪৮ কিলোমিটার বেড়িবাঁধ সুপার ডাইকের আওতায় বেড়িবাঁধ নির্মাণের জরিপ কাজ চলমান রয়েছে বলে জানানো হয়। সুপার ডাইকের আওতায় কুতুবদিয়া দ্বীপের বেড়িবাঁধ নির্মাণ করা হলে ভ্রমণ পিয়াসী পর্যটকের ভরপুর হয়ে যাবে। এছাড়া রাস্তায় যত্রতত্র মালামাল ও গাড়ি পার্কিং করে রাখায় আগুন লাগলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছতে সমস্যা হচ্ছে বলে জানানো হয়। উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং ইউনিয়নের কিছু সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ে যোগাযোগ সুবিধা না থাকায় শিক্ষার্থীরা যথা সময়ে বিদ্যালয়ে যেতে না পারার বিষয়টি আলোচনা করা হয়।