‘কুকুরের তাড়ায় বোমা ফাটিয়ে মরেছেন বাগদাদি’

9

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিযানে জঙ্গি গোষ্ঠী আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন বলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ছুটির দিন রবিবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তাদের ‘স্পেশাল ফোর্সের’ অভিযানের মধ্যে বিস্ফোরকভর্তি বেল্টের বিস্ফোরণ ঘটান বাগদাদি। অপর প্রান্ত দিয়ে বের হওয়ার সুযোগ না থাকা একটি সুড়ঙ্গের ভেতরে দৌড়ে গিয়ে মারা পড়েন বাগদাদি। যুক্তরাষ্ট্রের কুকুরগুলো তাড়া করায় ‘চিৎকার, আর্তনাদ ও কান্না করতে করতে’ যাচ্ছিলেন তিনি।
ট্রাম্পের ভাষ্যমতে, এ সময় তিন শিশু সন্তান সঙ্গে ছিল বাগদাদির, বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে নিয়ে মারা যান তিনি।বিস্ফোরণে তার দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। পরে ডিএনএ টেস্টে তার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। “খুনি গুÐা যে অন্যদের ভয় দেখাতে বহু চেষ্টা করেছে তারই জীবনের শেষ মুহূর্ত কেটেছে চরম আতঙ্কে, পুরোপুরি ভয় ও আতঙ্কে, তাকে আক্রমণ করা আমেরিকান বাহিনীর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে।” অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সৈন্য নিহত হয়নি এবং বাগদাদির বেশ কয়েকজন অনুসারী নিহত হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প।‘অতি গুরুত্বপূর্ণ তথ্য ও জিনিসপত্র’ উদ্ধারের কথাও বলেছেন তিনি।