‘কীভাবে নেতৃত্বের ধরন পরিবর্তন করা যায়’

4

 

গত ৩১ জুলাই রাতে রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের উদ্যোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে, ‘কীভাবে নেতৃত্বের ধরন পরিবর্তন করা যায়’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে ‘হাউ ক্যান চেঞ্জ ইওর লিডারশিপ স্টাইল’ সেমিনারে প্রধান বক্তা ছিলেন প্রাক্তন ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি মাহবুব সুবহানী চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী। বিশেষ অতিথি ডিজিই রুহেলা খান চৌধুরী, ডিজিএন ইঞ্জিনিয়ার মতিউর রহমান, চেঞ্জ মেকার টিম লিডার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন এক্সিকিউটিভ সেক্রেটারি সেলিম খান, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি সুদীপ কুমার চন্দ, এশাইন এসিস্টেন্ট গভর্নর পিপি জামাল উদ্দিন আহমেদ, পাস্ট ডিপুটি গভর্নর পিপি মুজাহীদ বিন আলম পথিক, ডেপুটি গভর্নর পিপি মঈন উদ্দিন আহম্মেদ, ডেপুটি গভর্নর পিপি সাব্বির চৌধুরী, ডেপুটি গভর্নর পিপি এমদাদুল আজিজ চৌধুরি, পিপি লুৎফুর বারী, পাস্ট ডেপুটি গভর্নর পিপি কামরুল মোরশেদ তমাল, ডেপুটি গভর্নর পিপি ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, পিপি এ এইচ এম মাইনুদ্দিন, সিপি মুবিনুল হক মুবিন, পিপি শহিদুল ইসলাম শাহেদ, পিপি মোহাম্মদ ইমরান, পিপি হরেন্দ্র কুমার নাথ, পিপি আমজাদ হোসেন, এ আর এম শহীদুল ইসলাম, চিটাগাং পাইনিওর এর প্রেসিডেন্ট দিল আফরোজ, চিটাগাং পীচ এর প্রেসিডেন্ট আরিফ শাহরিয়ার, চিটাগাং রোজ গার্ডেন এর প্রেসিডেন্ট ডা. মনির আজাদ, রোটা. এইচ এম ইকবাল, ক্লাব সদস্যরা মো. আব্দুল হাকিম, ওমর ফারুক, মাসুদুর রহমান মজুমদার, পিপি মাসুদুর রহমান খান, আইপিপি অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, ওমর মোত্তাকিন মুহিত, ক্লাব সেক্রেটারি মোহাম্মদ নুরুদ্দিন, কাজী কামরুল ইসলাম চুন্নু, মোঃ মফিজুর রহমান, মোহাম্মদ সোহেল রানা, ফারজান নাহার ফাতিমা সেমিনারে অংশ গ্রহণ করেন।