কিশোরী প্রজননস্বাস্থ্য বিষয়ক প্রচারাভিযান

13

 

ওয়ার্ল্ড ভিশন- বাংলাদেশের কর্ণফুলী আরবান প্রোগ্রামের উদ্যোগে চট্টগ্রামের বাকলিয়ায় “কিশোরী প্রজননস্বাস্থ্য বিষয়ক প্রচারাভিযান ২০২২” সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে ২২ মে রোববার সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে দিনব্যাপী কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, সেনিটারী প্যাড বিতরণ, নাটিকা প্রদর্শনী, সংগীতানুষ্ঠান, পুরস্কার বিতরণ ইত্যাদি। ওয়ার্ল্ড ভিশনের কর্ণফুলী আরবান প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার খ্রীস্টফার কুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন কমিউনিটি ফেসিলিটেটর সুমী আকতার। বিশেষ অতিথি ছিলেন এনজিও সিডবলিওএফও-র টিও রমা দত্ত, কারিতাসের ফিল্ড অফিসার শারমিন আকতার, ইউএনডিসি সভাপতি রইজুল ইসলাম, সহ-সভাপতি রাজু বেগম ও শিশু প্রতিনিধি ফাহিমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটি সুপারভাইজার সুজানা আফনান। বক্তারা মাসিক লজ্জা বা গোপন রাখার কোন বিষয় নয়। এটি জীবনের ধারাবাহিক প্রক্রিয়া বা বিষয়। এ সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। কিশোরীদের প্রজনন স্বাস্থ্যের ব্যপারে অভিভাবক বা পরিবারের প্রধানকে দায়িত্বশীল হতে হবে। বিজ্ঞপ্তি