কিরাত বাংলা লেখক সম্মিলন

18

‘কিরাত বাংলা’র যুগপূর্তি উপলক্ষে ‘কিরাত বাংলা’ লিটল ম্যাগাজিন-এর উদ্যোগে লেখক সম্মিলন গত সোমবার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এই লেখক সম্মিলনে লিটল ম্যাগাজিন ভিত্তিক ক্ষুদে লেখকদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। লেখক মিলনমেলায় আলোচকগণ বলেছেন, ইতিহাস-ঐতিহ্যের এই প্রাচীন চট্টগ্রামের ইতিহাসগুলো নবপ্রজন্মের কাছে তুলে ধরতে পারলে আগামী প্রজন্ম সমৃদ্ধ ইতিহাস জেনে উপকৃত হবেন।
কিরাত বাংলার উপসম্পাদক ও প্রাবন্ধিক প্রকৌশলী সৌমেন বড়–য়ার সভাপতিত্বে কিরাত বাংলার সম্পাদক সোহেল মো. ফখরুদ-দীনের পরিচালনায় এই লেখক সম্মিলনে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়–য়া, প্রধান আলোচক ছিলেন গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ। উদ্বোধন করেন বিশিষ্ট প্রাবন্ধিক শওকত আলী নুর। আলোচনায় অংশগ্রহণ করেন প্রাবন্ধিক দুলাল কান্তি বড়–য়া, সংগঠক এম এ হাশেম রাজু, চট্টগ্রাম নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক লেখক কামাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক অমর কান্তি দত্ত, বিশিষ্ট লেখক মো. মনজুরুল ইসলাম, মো. ওসমান গণি, চর্যাপদ বিষয়ক গবেষক কবি বিশ্বজিৎ বড়–য়া, বিশিষ্ট প্রাবন্ধিক সাংবাদিক লায়ন আবু ছালেহ, বিশিষ্ট লেখক অধ্যক্ষ মুক্তাদির আজাদ খান, মো. তাওসিফুল আলম, কবি দেলোয়ার হোসেন মানিক, কবি আলমগীর হোসাইন, শিক্ষাবিদ ও কবি কুতুব উদ্দিন বখতিয়ার, কবি এইচ এম আলমগীর চৌধুরী রানা, প্রবীণ শিক্ষাবিদ সমীরণ বড়–য়া, মাস্টার আবুল হোসেন, প্রাবন্ধিক নেছার আহমদ খান, কবি সৈয়দ সাহাবুদ্দিন মো. আজিজ, গীতিকার সাফাত বিন সানাউল্লাহ প্রমুখ প্রমুখ। বিজ্ঞপ্তি